• Facebook
  • Yahoo
  • Google
  • Live
Mehedi Hasan
by on April 11, 2019
372 views

চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে  বননীর আইএফ টাওয়ারে অগ্নিকান্ড আক্রান্তদের উদ্ধার অভিযানে আহত অগ্নিনির্বাপক কর্মী  সোহেল রানার মৃত্যু হয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান। কুর্মিটোলা স্টেশনের ফায়ারম্যান সোহেল রানার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা গ্রামে। রানা ২০১৫ সালে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এ যোগদান করেন।গত ২৮ এপ্রিল বনানীর
এফঅার টাওয়ারে আগুন লাগলে উদ্ধার কাজে অংশ নেন। ল্যাডারের সাহায্যে ভবনের ভেতর আটকে পড়াদের উদ্ধার করছিলেন তিনি।এর এক পর্যায়ে মই এর সাহায্য নিয়ে নামতে যায়।ঠিক সেই মুহুর্তে মই চলতে শুরু করলে তার ডান পায়ের কয়েক জায়গায় ভেঙে যায়। পেটের একটা অংশ সেফটি বেল্টের চাপে থেতলে যায়। দূর্ঘটনার পর রানাকে সম্মিলিত সামরিক হাসপাতাল(সিএমএইচ) নেয়া হয়। সেখানে প্রত্যাশা অনুযায়ী উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। এফ আর টাওয়ারের অগ্নিকান্ডে সোহেল রানা ছাড়াও আরো ৫ জন উদ্ধারকর্মী আহত হন।

Be the first person to like this.