Categories

  • Facebook
  • Yahoo
  • Google
  • Live

Posted: 2020-03-29 20:34:56

মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) ভয়াল থাবায় আতঙ্কে গৃহবন্দি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নির্বাচনী এলাকার গরিব-দুঃখী ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

রবিবার সকালে সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় ডা. মুন্না শহরে ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হেঁটে ছিন্নমূল ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

পরে দুপুরে শহরের এসএস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়, সয়দাবাদ ইউনিয়ন ও বিকালে কামারখন্দ উপজেলায় পৃথক পৃথকভাবে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ।

  • 0 Comment(s)
Be the first person to like this.