Categories

  • Facebook
  • Yahoo
  • Google
  • Live

Posted: 2019-01-31 15:03:30

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল থেকে নির্বাচিত দুই সদস্য শপথ গ্রহণ করবেন না। তবে তার কথার উল্টো বললেন দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

একাদশ নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে ভোট করে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর বৃহস্পতিবার রাতে বলেন, ‘সময়ই কথা বলে। সময় হলেই দেখতে পারবেন।’

অপরদিকে ঐক্যফ্রন্টের নির্বাচিত আরেক সদস্য হলেন মোকাব্বির খান। তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। মোকাব্বির খান ফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘শপথের বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া ও না যাওয়ার ব্যাপারে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’

আপনি বলেছিলেন যে শপথ গ্রহণের বিষয়ে ইতিবাচক -এমন প্রশ্নের জবাবে মোকাব্বির বলেন, ‘এখনও তো ইতিবাচক আছি। ব্যক্তিগতভাবে ইতিবাচক। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত তো এখনও হয় নাই।’

দলীয় সিদ্ধান্ত নেতিবাচক হলে আপনি কী করবেন? - প্রশ্নের জবাবে মোকাব্বির বলেন, ‘এক্ষেত্রে সংসদে যাবো না। তবে শেষ কথা হলো, আমি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। সুতরাং যেখানে সিদ্ধান্ত হবে সেখানে তো আমার নিজেরও একটি ভূমিকা থাকবে!’

এর আগে বৃহস্পতিবার বিকেল রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, এটা তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, তারা শপথ গ্রহণ করবেন না।

  • 0 Comment(s)
Be the first person to like this.