Categories

  • Facebook
  • Yahoo
  • Google
  • Live

Posted: 2019-06-18 12:54:31

নয়াদিল্লি: ফের ধাক্কা তৃণমূলে। বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, সঙ্গে ১২জন পুর কাউন্সিলর। মুকুল রায়ের অভিযোগে তাঁরা যোগ দিয়েছেন বিজেপিতে।

১২ জন কাউন্সিলর যোগ দেওয়ার ফলে এই পুরসভাও তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল বিজেপির হাতে। সোমবারই নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা অর্জুন সিং-এর ভগ্নিপতি সুনীল সিং যোগ দেন বিজেপিতে।

বনগাঁ পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২২। এদিন ১২জন বিজেপিতে যোগ দেওয়ায় এই পুরসভাটিও পদ্ম শিবিরের ঝুলিতেই যেতে চলেছে।

সুনীলের সঙ্গে গারুলিয়া পুরসভার ১২ জন কাউন্সিলরও যোগ দেন বিজেপিতে। ফলে ওই পুরসভাও বিজেপির হাতে চলে যাওয়ার পথে।

সুনীল সিংয়ের সঙ্গে চন্দ্র ভান সিং, শীলা চৌধুরী, অসীম বর্মন, রবীন দাস, সরিতা সিং, দীপা সিং, মোনালিসা সরকার, কৃষ্ণা বল বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, অশোক সিং এবং গারুলিয়া পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর গৌতম বসু যোগ দিয়েছেন বিজেপিতে। এর বাইরে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান সোমনাথ তালুকদারও সেই দলে ছিলেন৷

দিল্লিতে সুনীল সিংয়ের বিজেপিতে যোগদানের পরই গারুলিয়ায় উৎসবে মেতে ওঠে সুনীল সিংয়ের অনুগামীরা। পুরসভার সামনে আনন্দে পটকা ফাটাতে শুরু করেন। বিধায়ক পুত্র আদিত্য সিংও গেরুয়া আবির খেলেন দলীয় অনুগামীদের সঙ্গে। সুনীল সিংয়ের বাড়ি থেকে সরিয়ে ফেলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

  • 0 Comment(s)
Be the first person to like this.